নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সংগ্রাম নাগরপুর উপজেলার সাবেক সংবাদদাতা ও সাপ্তাহিক চলনবিলের আলোর সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি মঙ্গলবার রাত ১১.১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, পুত্র, কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
সাংবাদিক মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন সাপ্তাহিক চলনবিলের আলোর প্রকাশক ও সম্পাদক মো.রফিকুল ইসলাম রনি,সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন,সাংবাদিক ডা.এম.এ.মান্নানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেত্ববৃন্দ।
উল্লেখ্য-সাংবাদিক মাতার জানাযা বেলা ১১.০০ টায় নাগরপুর ভাদ্রা ইউনিয়নের সারুটিয়াগাজী হাফেজিয়া মাদ্রাসা অনুষ্ঠিত হবে। এবং পরবর্তিতে সামাজিক কবর স্থানে দাফন করা হবে।মরহুমার পুত্র সাংবাদিক মাসুদ সকলের নিকট তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
Leave a Reply