নিজস্ব প্রতিবেদন:
টাঙ্গাইলের মির্জাপুরে ইমরানের পরকিয়া প্রেমের বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। গত বুধবার (৬ নভেম্বর) দুপুরের দিকে এক প্রেমিকাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে বলে জানা যায়। ইমরানের পরিবারের লোকজন তাকে জোর করে ডাক দিয়ে নিয়ে ঘরের ভিতরে আটকিয়ে রেখে শারীরিক নির্যাতন করেন। ভুক্তভোগী সুমা আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে ইমরান নামের এক বিবাহিত পুরুষ এক বিবাহিত নারী সুমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। মহিলাটির একটি ছোট কন্যা সন্তান আছে। এরপর থেকে ইমরান নামের এক বিবাহিত যুবক ওই মহিলার সাথে ভালবাসা বিনিময় করতে থাকেন। এই ঘটনায় উক্ত এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে পড়েছে। এই ইমরানের বিরুদ্ধে নারীঘটিত আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। যা কিনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
অভিযুক্ত আসামী হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানী উত্তর পাড়া গ্রামের ঠান্ঠু মিয়া সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করা হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে বাদী ও বিবাদীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply