ক্রীয়া প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবল ২০২৪-২৫ মৌসুমের নিজেদের প্রথম ম্যাচ বীর শেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম মুন্সিগঞ্জে খেলতে নামে রহমতগঞ্জ এমএফএস বনাম ফরটিস এফসি।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী জায়েন্ট রহমতগঞ্জ এম এফ এস, লীগের প্রথম রাউন্ডে ৩০ (নভেম্বর ২৪) মুন্সিগঞ্জে নিজেদের হোম ভেন্যুতে , ফর্টিস এফসি কে ৩ -১ গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ।
খেলায় প্রথম হাফে গোল শূন্য ড্র হওয়ায় দ্বিতীয় হাফের শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে উটে দুই দল,কিন্তুু ম্যাচে প্রথম সাফল্য পায় রহমতগঞ্জ, ম্যাচের ৬০ মিনিটে টেটেহ এর গোলে এগিয়ে যায় পুরান ঢাকার দল। ফর্টিস এফসিও পাল্টা আক্রমণে উঠার চেষ্টা করে। কিন্তু রহমতগঞ্জের ডিফেন্ডিংয়ে আটকে যাচ্ছে বার বার, অন্য দিকে ম্যাচের ৬৭ মিনিটে মিশরিয়ান ফরওয়ার্ড মোস্তফার এসিস্টে দারুণ একটি গোল করেন সিলেটের ছেলে তাজ উদ্দিন। তার এক মিনিট পরেই ওছাই গোলকিপার কে বোকা বানিয়ে দলকে ৩ -০তে এগিয়ে দেন।
ফর্টিস এফসির পক্ষে এক মাত্র গোলটি করেন মোঃ রহমান। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে গোলকিপার বিপু।
Leave a Reply