মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জয়পুরহাট মানবাধিকার ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট মানবাধিকার ঐক্য ফোরামের নির্বাহী সভাপতি মো. নূর ই আলম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব আফরোজ আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এবং জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট আলমগীর কবীর, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)
এর যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়পুরহাট মানবাধিকার ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আরাফাত হোসেন মুন।
আলোচনা সভায় জয়পুরহাট জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, জেলার মানবাধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর। জেলা প্রশাসক জনাব আফরোজ আকতার চৌধুরী বলেন, জেলার মানবাধিকার রক্ষায় মানবাধিকার সংগঠনগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply