(চট্টগ্রাম ) সংবাদদাতা
সন্দ্বীপে ৫২ দিন ব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে সভা অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হক উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আকতার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ টাউন মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, উপজেলা জাসাসের সভাপতি মাস্টার আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মগধরা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদার হোসেন, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ অঞ্চলের প্রধান মোঃশামছুদ্দীন, ইপসার এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক দিনকাল প্রতিনিধি হাসানুজ্জামান সন্দ্বীপি, ইউনিয়ন সমাজকর্মী মাসুদুর রহমান, সাংবাদিক বাদল রায় স্বাধীন, ইসমাইল হোসেন মনি, প্রবাসী সাংবাদিক জিসান মাহমুদ, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাপেল, সদস্য সচিব শহিদুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, অনলাইন এক্টিভেট নুরুল ইসলাম, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের যুগ্ন সম্পাদক তারেক জিয়া, সাংবাদিক নজরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মতিউর রহমান মারুফ, হাছান জিহাদ, তানভীরুল ইসলাম, প্রমুখ।
আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ২০ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত বিভিন্ন ইভেন্টে তারুণ্যের উৎসব চলবে।
Leave a Reply