1. mahamudreja02@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. presssoliman06@gmail.com : naim :
  3. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418,+6585413954।
শিরোনাম
নাগরপুরে ১কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার শ্রীবরদীতে ঐতিহ্যবাহী বৈশা বিলে কাঠের সেতু উদ্বোধন যশোরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় ভারতীয় ওয়াকফ আইন বাতিল ও মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কুড়িগ্রামে ভিজিএফ এর চাল আত্মসাতে ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন তাড়াশে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার নবাবগঞ্জে পুলিশ-জনতা সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ওপেন হাউজ ডে বিএনপির সেক্রেটারির ভাতিজা পরিচয় দিয়েও শেষ রক্ষা হলোনা,নিষিদ্ধ  ছাত্রলীগ নেতা গ্রেফতার যশোর জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি)পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত নওগাঁয় মানবিক বাংলাদেশ শীর্ষক বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

পর্দার অধিকার নিশ্চিত সহ ১৩ দফা দাবি -ইনসাফ কায়েমকারী ছাত্র জনতার।

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১০১ বার

গোলাম আলী নাইম, ঢাকা বিশেষ প্রতিনিধি:

শাতিমে রাসূলের মৃত্যুদণ্ড, রাষ্ট্রদ্বীন ইসলামের বিরোধীতাকারীদের মৃত্যুদণ্ড, পর্দার অবমাননাকারীদের মৃত্যুদণ্ড, ইসকন এবং উগ্র হিন্দু সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনী থেকে হিন্দু অপসারণ, হিন্দুত্ববাদ দমন ও কুকুর নিধন, ভারতীয় আগ্রাসন প্রতিহতকরণ, ধর্মব্যবসায়ী মুনাফিক ওলামায়ে ছ’দের সমাজচ্যুতকরণ, ইসলামী শিক্ষাব্যবস্থা জারী, আমদানী শুল্ক বৃদ্ধি ও ভ্যাট হ্রাসকরণ, চিকিৎসায় কুফরী মেডিটেশন পদ্ধতির বদলে শরয়ী মুরাকাবা পদ্ধতি জারীসহ সমসাময়িক বিভিন্ন

সমস্যা সমাধানে ১৩ দফা দাবীতে প্রতিবাদ সমাবেশ

অনেক কুরবানী। মাধ্যমে অর্জিত মুসলমানদের এই স্বাধীনদেশে দেশী-বিদেশী অপশক্তি দেশের স্বাধীনতা এবং মুসামানদের কাত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নে প্রেক্ষিতে দেশের চলমান সমস্যাসমূহের সমাধানে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতা ১৩ দফা দাবী উত্থাপন করেছে। বহুদিন ধরেই ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা এই দাবীগুলো জানিয়ে আসছে আজ ৪ জানুয়ারি শনিবার বাদ আছর মালিবাগ মোড়ে ফালইয়াফরাহ চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশে ভারা এই দাবীগুলো পুনর্ব্যক্ত করেন। দাবীসমূহ হলোঃ

১ম দফা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুনুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমূল সালাম উনাদের মুবারক শানে কোন কুলাঙ্গার মানহানী করলে তার শরঈ শাস্তি মৃত্যুদন্ড বাস্তবায়ন করতে হবে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে ইহানত করার অপরাধে প্রধান উপদেষ্টাকে ফমা চাইতে হবে নয়তো বিচারের আওতায় আনতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ উনার মুবারক শানে বেয়াদবি করলে তার শরয়ী শাস্তি বাস্তবায়নের জন্য আমাদের দেশ থেকে বাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। পাঠ্যক্রমে নূরে মুসজাসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র জীবনী মুবারক অন্তভুক্ত করতে হবে এবং পবিত্র দ্বীন ইসলাম নির্ভর শিক্ষানীতি প্রণয়ন করতে হবে আরবী ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদেরকে জুলুম করা হলে রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ এবং প্রতিকার করতে হবে।

২য় দফা- অবশ্যই এই দেশের রাষ্ট্রদ্বীন ইসলাম অক্ষুন্ন রাখতে হবে। যারা যাষ্ট্রদ্বীন ইসলামের বিরোধীতা করবে তাদেরকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড শাস্তি দিতে হবে।

৩য় দফা- পর্দা করা মুসলমানদের দ্বীনী অধিকার। মুসলমান মেয়েদের জন্য সর্বক্ষেত্রে পর্দার অধিকার নিশ্চিত করতে হবে। পর্দাকে অবমাননার করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখতে হবে।

৪র্থ দফা- পরুনা গোস্ত খাওয়া এবং গরু কুরবানী করা ইসলামের শেয়ার বা নিদর্শন। তাই দেশের সকল খাবার হোটেলে গরুর গোস্ত রাখা বাধ্যতামূলক করতে হবে, না রাখলে হোটেল বন্ধ ঘোষণা করতে হবে। পৃথিবীর কোনো দেশে গরুর গোস্ত বা গরু কুরবানী নিষিদ্ধ করতে পারবেনা- এই ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে।

৫ম দফা- মানুষের কল্যাণের জন্য অবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে। পাশাপাশি কুকুর পূজারীদেরকে গ্রেফতার করে শান্তির ব্যবস্থা করতে হবে।

৬ষ্ঠ দফা- নারিকেল দ্বীপ এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিদেশী চক্রান্ত প্রতিহত করতে হবে। নারিকেল জিনজিরা দ্বীপকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। নারিকেল জিনজিরা দ্বীপে পর্যটন প্রবেশে আলাদা সরকারী অনুমতি নেয়ায় নিয়ম বাতিল। করতে হবে। পার্বত্য চট্টগ্রামেও রাজ্য প্রথা বাতিল করে সারা দেশের মতই একই আইন চলতে হবে। উপজাতিদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলতে হবে, আদিবাসি বলা যাবেনা। যারা উপজাতিদের আদিবাসী বলে প্রচার করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

৭ম দফা- ইসকন, সনাতন বিদ্যার্থী সংসদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বিদ্যানন্দ সহ হিন্দুত্ববাদী সকল সংগঠনকে নিসিদ্ধ করতে হবে। রাইিয়োধী অখণ্ড ভারতের প্রচারকারীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। ইসকন নেতা সন্ত্রসী চিন্ময় এবং তার সহযোগীসহ সকল ওরাসন্ত্রসী হিন্দু নেতাদের ফাঁসি দিতে হবে। ‘বিদ্যানন্দ’কে কোনো প্রকার সাহায্য বা সহযোগীতা করা যাবেনা।

৮ম দফা- মুসলমানদের পরিচয়ে থাকার পরও যেসন্ত ধর্মব্যবসায়ী ওলামায়ে ছারা হিন্দুদের দালালী করে, মুসলমানদেরকে হিন্দুদের সাথে সম্প্রীতি করতে বলে, মন্দির পাহারা দেয়, মূর্তি বানাতে উৎসাহিত করে, মুসলমানদেরকে পর্দার ব্যাপারে শিথিল হতে বলে তাদেরকে মুনাফিক এবং প্রতারক হিসেবে চিহ্নিত করতে হবে। এদেরকে সমাজচ্যুত করতে হবে। এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবেনা। এদেরকে মসজিদ-মাদরাসা থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে।

৯ম দফা- হরুল ইবাদ রক্ষার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং চিকিৎসা সেবার মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্য এবং চিকিৎসামূল্যের উর্ধগতি রোধ করতে হবে। বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দিতে হবে। দেশের অসহায় মানুষদেরকে চলমান শীতের কষ্ট থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ করতে হবে। *দেশের অর্থনীতি আমদানি নির্ভর না করে উৎপাদনমুখী করতে হবে। শুল্ক, কর, ভ্যাট ইত্যাদি কমিয়ে দিয়েঃ কাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন সুবিধা দিয়ে দেশীয় শিল্পকে উৎপাদনে উৎসাহিত করতে হবে। ইহুদিবাদী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ৬৫ পণ্য ও সেবার ভ্যাট-সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। দেশের স্বার্থে আমদানী পণ্যের উপরে শুদ্ধ বৃদ্ধি করে দেশীয় উৎপাদিত পণ্যের উপর ভ্যাট কমাতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট হার বৃদ্ধি দ্রব্যমূল্য বাড়াবে। তাই দেশীয় উৎপাদিত পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত দেশকে গরীব করার জন্য একটি বড় ষড়যন্ত্র। ষড়যন্ত্রমূলক আত্মঘাতী এই সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্তবর্তী সরকারকে জবাবদিহি করতে হবে এবং অর্থ উপদেষ্টাকে বিচারের আওতায় আনতে হবে। দেশের খনিজ সম্পদ রাষ্ট্রায়ত্ত কোম্পানীকে দিয়ে অনুসন্ধান ও উত্তোলন করতে হবে। শেভরন বা অন্য কোনো বিদেশী কোম্পানীকে দিয়ে তেল-গ্যাস বা খনিজ সম্পদ অনুসন্ধান এবং উত্তোলন করা যাবেনা। পরিবেশবাদের মিথ্যা অজুহাতে দেশের শিল্পকে এবং দেশের মানুষের রুটি রুজির পথকে বাঁধাগ্রস্থ করার অপরাধে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানাকেও বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে। *দেশের গৌরবময় শিল্প কৃষিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিব্যয় তথা সার, বীজ, সেচ এর দাম কমাতে হবে। কৃষিখাতে এবং গোবাদি পশু পালন, পাখি পালন, মৎস্যচাষে সরকারীভাবে ভর্তুকি দিতে হবে।

১০ম দফা- উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, হতাশা, বিষণ্ণতা, অনিদ্রা, বাতব্যথা, অ্যালার্জি, আইবিএস, গ্যাস্ট্রিক, আলসারসহ নানা সাইকোসোমাটিক রোগের নিরসনে চিকিৎসার সহায়ক হিসেবে কাফির মুশরিকদের পদ্ধতি ‘মেডিটেশন’, ‘ইয়োগা’ বা ‘যোগ ব্যায়ম’ বাদ দিতে হবে। বেদ্বীন-বদদ্বীনদের এইসব নিয়মের পরিবর্তে শরীয়তসম্মত পদ্ধতি ‘মোরাকাবা’ এবং দমচর্চার পরিবর্তে শরীয়তসম্মত পদ্ধতি ‘পাছ আনপাছ যিকির’ চালু করতে হবে। পবিত্র দ্বীন ইসলামে অন্তর বা মনের চিকিৎসা এবং মন নিয়ন্ত্রণ করার জন্য ‘কলবী যিকির’ করার তরতীব রয়েছে। এই সম্পর্কিত জ্ঞানকে ইলমে তাসাউফ বলা হয়। এই জ্ঞান অর্জনকে ইসলামে ফরজ করা হয়েছে।

১১তম দফা- দেশের এবং ইসলামের রক্ষার্থে সরকারী-বেসরকারী চাকুরী থেকে, নিরাপত্তা এবং আইন-শৃঙ্খরলাবাহিনী থেকে হিন্দু, বৌদ্ধ উপজাতিসহ সমস্ত বিধর্মীদের বহিষ্কার করতে হবে এবং নতুন ফগো কোনো বিধর্মীদের নিয়োগ দেয়া যাবেনা। অর্পিত সম্পত্তির কালো আইন এবং দেবোত্তর সম্পত্তির কালো আইন বাতিল করতে হবে। ভারতের গোলামী আর হিন্দু তোষণ নীতি বাদ দিতে হবে। সীমান্তে বাংলাদেশি হত্যার জন্য ভারতের কাছে জবাব চাইতে হবে, ধিক্কার জানাতে হবে এবং এর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। ভারতীয় এবং বিদেশী সব ধরণের আগ্রাসন প্রতিহত করতে হবে। বিধর্মীদের কোনো ধর্মীয় দিবসের ছুটিকে বাধ্যতামূলক করা যাবেনা, ঐচ্ছিক করতে হবে।

১২তম দফা দেশের শিক্ষা এবং সংস্কৃতি পবিত্র দ্বীন ইসলাম উনার আলোকেই হতে হবে। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০ হাজার চারুকলা, দান-বাজনার শিক্ষক নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং ইতোমধ্যে চারুকলার শিক্ষক নিয়োগও ঢক করে দিয়েছে। পবিত্র দ্বীন ইসলামে গান-বাজনা করা হারাম। সংস্কারের নামে গান-বাজনার প্রচার প্রসার করা, চার-কলার নামে হারাম হিন্দুয়ানি ও অনৈসলামিক শিক্ষার প্রচার করা যাবেনা। এই দেশে হিন্দুয়ানি শিক্ষা প্রচারের অপরাধে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কাট্টা মুশরিক বিধান পোদ্দারকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আবার কোনো দিবস উদযাপন নামে বেহায়াপনা, গানবাজনা, অশ্লীল কনসার্ট, মদপানসহ সকল হারাম কাজকে নিষিদ্ধ করতে হবে। এর বিপরীতে সামা ও দোয়ার মাহফিল করতে হবে। সংস্কারের অজুহাতে সংস্কৃতি উপদেষ্টা ফারুকি ‘সংস্কৃতি কমিশন গঠনের মাধ্যমে বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশের ঘোষণা দিয়েছে। সংস্কৃতির নামে এলজিবিটিকিট সংস্কৃতি ছড়ানো যাবেনা। বহু ধর্মের বিকাশের নামে পবিত্র দ্বীন ইসলাম বাদ দিয়ে অন্যান্য কুফরী ধর্ম প্রচার করা যাবেনা। দেশের মানুষের বিশ্বাসের সাথে প্রতারণা করে অপসংস্কৃতি প্রসারের অপরাধে তারা চতিও সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকেও বহিষ্কার করে বিচার ও শাস্তির আওতায় আনতে হবে।

১৩ তম দফা- বাংলাদেশে সমস্ত অপকর্মের হোতা হচ্ছে প্রথম আলো ও ডেইলি স্টার। তাই অতি দ্রুত প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা বাতিল করে এর সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। মিডিয়া সন্ত্রাস বন্ধ করার পাশাপাশি সমাজের অবক্ষয় রোধকল্পে রাষ্ট্রীয়ভঅবে অতিদ্রুত ইন্টারনেটে অশ্লীলতা বন্ধ করতে হবে। ভারতীয় টিভি চ্যানেলগুলো সমাজে অপসংস্কৃতি ছড়ায়। ভারতীয় সল্প চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় অপ্রচার, মিডিয়া সন্ত্রাস বন্ধ করতে হবে। বিদেশী অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা সবকারের দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

এপ্রিল ২০২৫
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
 

©All rights reserved © Daily newsbangla24.