খান মুহাম্মদ ইসলাম, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
শনিবার দুপুরে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবু বকর, নির্বাহী সদস্য আবু হানিফ, শাহিন হাসনাত, সাবেক সহসভাপতি রাশিদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ফরিদুল হক, জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান একেএম রেজাউল করিম ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। ,
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন, ঝালকাঠি শহর বিএনপির সভাপতি অ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান জেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান শাহীন ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেন, গণভবনে সাংবাদিক সম্মলেন বা প্রেস কনফারেন্স ডেকে সাংবাদিকতার নামে ভাড়ামি এবং তৈল মর্দন করা প্রশ্ন করার কারনেই শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে। তিনি আরও বলেন, গণমাধ্যম এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। শীর্ষপদ থেকে তৃণমূল র্পযন্ত এখনও ফ্যসিবাদের দোসররা বসে আছে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের মূলহোতা পালিয়ে গেলেও এখনো তারা নানাভাবে, বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। এই দেশে ফিরে আসতে না পেরে এখন তারা পার্শবর্তী দেশের সহযোগিতা নিয়ে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। সুতরাং এদের থেকে সাবধানে থাকতে হবে। এই ফ্যাসিবাদকে আর কোন সুযোগ দেওয়া হবে না।
Leave a Reply