আশিক আল আমিন, কলেজ ক্যাম্পাস প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের ৪১ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার-এর কর্মকর্তা ৪৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে পদায়ন প্রাপ্ত হয় কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক জনাব মো. আরিফ হাসান চৌধুরী। প্রভাষক মো. আরিফ হাসান চৌধুরী বাংলাদেশ সিভিল সার্ভিস ৪১ তম ব্যাচের কর্মকর্তা শিক্ষক হিসেবে ২৮ এপ্রিল ২০২৪ সালে নোয়াখালীর সুনামধন্য প্রতিষ্ঠান কবিরহাট সরকারি কলেজে নিযুক্ত হন। দীর্ঘ ৮ মাস প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তার ৪৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে বদলি হয়।
প্রভাষক মো.আরিফ হাসানের বিদায় উপলক্ষে কবিরহাট সরকারি কলেজ প্রশাসন তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর হাফেজ মহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক শফিকুল সাজু, সহকারী অধ্যাপক মো:মামুনুর রশিদ, প্রভাষক মুনির উদ্দিন ইউছুফ, প্রভাষক মহিম চন্দ্র দাস, প্রভাষক মো:নূরুল হক, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক কামরুল ইসলাম, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক শহিদুল হক, প্রভাষক মোঃমুদ্দাচ্ছির উদ্দিন, প্রভাষক মোঃ রুবেল মিয়া, প্রভাষক শারমীন জাহান, প্রভাষক ওয়াকিন আক্তার, প্রভাষক আবদুল কাইয়ুম শাকের সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ।
অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী বিদায়ী প্রভাষক মো. আরিফ হাসান চৌধুরীর মঙ্গল কামনা এবং বিএনসিসি, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্টকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply