মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা প্রতিনিধি:
গতকাল ১৫ নবেম্বর রাতে কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ড, শ্রীমন্তপুর একতা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে , শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট খেলা হয়,,
আয়োজনে
: মামুন,মাসুম,শাকিল,আরিফ।
খেলা উদ্বোধন করেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ খোকা সাহেব, এবং ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ, আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড নেতৃবৃন্দ,
নেতারা বলেন মাদক সন্ত্রাসের বিরুদ্ধে এই খেলা নিশ্চয়ই ভালো উদ্যোগ, যুবকদের উদ্দেশ্যে নেতারা বলেন তোমরা বেশী বেশী খেলাধুলা করবে,তাতে তোমাদের শরীর মন দুটোই ভালো থাকবে,
সম্প্রতি বজায় রেখে খেলা শেষ করার আহ্বান জানান,,
এই খেলায় অংশগ্রহণ করেন মহানগরীর এবং সদর দক্ষিণ উপজেলার ক্লাবের খেলোয়াড় গন,
এই খেলার প্রথম পুরুষ্কার ৩২” স্মার্ট টিভি, ২য় পুরুষ্কার দেওয়া হয় ২৪” LED Tv,,
Leave a Reply