মোঃ সিহাবুল আলম সম্রাটঃ
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া কারিগরি কলেজ মাঠে ২০ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া পৌর শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমাদ উল্লাহ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পুঠিয়া উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম ডালিম ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন। পুঠিয়া পৌর জামায়াতের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ নুরুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, মুসলমানদের মধ্যে ঐক্য নাই। যে কারণে ফিলিস্তিনে পৃথিবীর ক্ষুদ্র জাতি ইহুদিরা মুসলিম নিধনের কাজ করতে সাহস পাচ্ছে। সেখানে নির্বিচারে নারী শিশুদের হত্যা করছে। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পৃথিবীর মুসলমানদের সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতিসহ সকল পাপাচার দূর করতে ইসলামী শাসন প্রয়োজন। নারীদের শিক্ষিত, স্বাবলম্বী ও নিরাপত্তার জন্য ইসলামী অনুশাসন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply