সাইফুল ইসলাম-নোয়াখালী প্রতিনিধি:
জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময় এই স্লোগানে নোয়াখালীর কবিরহাট উপজেলা প্রাঙ্গণে দিনব্যাপী ৪৬ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা উক্ত মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ২০টি স্টলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছেন কবিরহাট উপজেলা আওতাধীন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।
মেলায় পরিদর্শন শেষে বিচারক কমিটির মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।প্রথম স্থান অর্জন করেন কবিরহাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্থান কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,তৃতীয় স্থান মিয়ারহাট উচ্চ বিদ্যালয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)
নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রেজাউল করিম, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আলী ইমাম, কবিরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা,বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক শিক্ষার্থীরা।
Leave a Reply