সিয়াম বাবু – স্টাফ রিপোর্টার বগুড়া:
জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার ২৪( জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বগুড়ার সাতমাথায় লিফলেট বিতরণ করা হয়। সাতমাথার মুক্তমঞ্চ থেকে শুরু করে কবি নজরুল ইসলাম রোড, স্টেশন রোড ও পার্ক রোডে পথচারী, হকার, দোকানী, রিক্সা চালকসহ সবার মাঝে লিফলেট বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি বগুড়ার জেলা সংগঠক জনাব আব্দুল্লাহিত তাকি, খন্দকার মিদুল হোসেন, মতিউর রহমান পিটু, জিয়াউর রহমান,শামীম, হুমায়ুন কবির হিমু,পৃথিবী, নুর মোহাম্মদ জুবায়ের প্রমূখ।
এ সময় তারা কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করে অচিরেই ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি দাবী জানান। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সবাইকে পাশে থাকারও আহবান জানান।
Leave a Reply