জাহিদুল ইসলাম শিহাব,সন্দ্বীপ (চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা কাটগড় গোলাম নবী উচ্চবিদ্যালয়ের সোমবার ২৭ জানুয়ারি সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম বখতিয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- স্কুল ম্যানেজিং কমটির সদস্য মো: আকতার হোসেন ( ভেন্ডর), মো: জামসেদ,সহকারি প্রধান শিক্ষক মো: বেলাল,মামুন উদ্দিন ফিগো,সিনিয়র শিক্ষক নিতাই মজুমদার, সিনিয়র শিক্ষক মো: মেহেদী, মো: জামসেদ,এবি কলেজের প্রফেসর মো: আফসার,শিক্ষক মো: আলী সাংবাদিক মো: মোজাম্মেল, শিক্ষক-এ এস এম সাইফুল ইসলাম, ডা: মো: নিজাম,মিঠুন সিনহা প্রমুখ।
এই সময় প্রধান শিক্ষক শামিম বখতিয়ার বলেন-ছাত্র জীবনটি অত্যন্ত মূল্যবান একটি সময় এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আজকের ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্বে আসবে অতএব তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে। শিক্ষক এবং মা-বাবাকে সব সময় শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাদের সম্মানহানী হয় এরূপ আচরণ করা কখনোই যাবে না। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে হবে, এ অভ্যাসটি ছাত্রবস্থায়ই নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলাসহ সকল পাঠক্রম বিষয়ে অংশ গ্রহন করে নিজেকে আগামীর জন্য তৈরী করতে হবে।
Leave a Reply