আব্দুর রহমান (আয়ান), ভ্রাম্যমান প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কামিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়পুর পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাড. কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহীদ করেছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের শূরা সদস্য মমিন উদ্দিন আহম্মেদ পাটওয়ারী, অধ্যাপক মনির আহমদ, রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাড. আব্দুল আউয়াল রাসেল, পৌর প্রচার সম্পাদক ফজলুল করিম, জেলা শিবিরের সভাপতি মনির হোসাইন, সাবেক সভাপতি সাইফ রাকিব, পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ পাঁচ শতাধিক কর্মী।
সমাবেশ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নিজাম উদ্দিন।
Leave a Reply