ফারিছ আহমদ, রিপোর্টার হোসেনপুর;
কিশোরগঞ্জে পুলেরঘাটে ধানের লরির সাথে সিএনজি এর সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় ধানের লরি উল্টে সিএনজি এর উপর পরে ।এতে গুরুতর আহত হয় একজন বাচ্চা ও ড্রাইভার সহ আরো তিন জন। সিএনজি টি আসছিল ভৈরব থেকে জেলখানার মোড় এর দিকে একটা সময় পুলের ঘাট নামক যায়গায় আসার পর ধানের লরির সাথে সিএনজি এর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে করে চারিদিকের মানুষ সবাই জরো হয়ে যায়। লরির থেকে সব ধান রাস্তায় পরে যা এতে চলাচল এর প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে সিএনজি থেকে স্থানীয় লোকজন আহতদের বের করে নিয়ে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। একজন শিশুর অবস্থা খুব গুরুতর বলে জানা গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply