নিউজ ডেস্ক :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল ১১ টায় নগরীর কাজলায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।
মানবাধিকার দিবসের গুরুত্ব এবং তাৎপর্য অনুসরণ করে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মারুফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও পেটুয়া বাহিনীর নির্মম নির্যাতন হত্যাকাণ্ডের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনাগুলোর যথাযথ বিচার দাবি করা হয়।
মানববন্ধনে ছাত্রদল নেতা মারুফ হোসেন বলেন, আজকের এই মানববন্ধন আমাদের সংগঠনের দৃঢ় অবস্থান এবং এর আরেকটি উদাহরণ। আমরা শুধু বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি না, বরং বিশ্বের সকল মানুষের মৌলিক অধিকার রক্ষার পক্ষে সোচ্চার হয়েছে।
Leave a Reply