ফারিছ আহমদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধি:
মাপে কম দেওয়ায় হোসেনপুরের মেসার্স ইশা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মেসার্স ইশা ফিলিং স্টেশনকে মাপে কম দেওয়ার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত এই পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ২০১৮-এর ২৯ ধারা এবং ৪৬(গ) ধারার আওতায় এই জরিমানা আরোপ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বপ্না মিয়া। অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসন।জরিমানার অর্থ পরবর্তীতে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এর মাধ্যমে মাপ সংক্রান্ত প্রতারণা রোধে প্রশাসনের কঠোর অবস্থান প্রমাণিত হলো।
Leave a Reply