1
নাগরপুরে বিএনপি তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সোলায়মানঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা বিএনপির ২ নেতা ও নাগরপুর উপজেলাধীন মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতিকে পুনরায় নিজ নিজ পদে বহাল করেছে জেলা বিএনপি। দলীয় ঐক্য সুসংহত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. গোলাম মোস্তফা (গোলাম), সহ-সাধারণ সম্পাদক; খন্দকার ওয়াহিদ মুরাদ, সদস্য—নাগরপুর উপজেলা বিএনপি এবং বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন খান (রাজা), সভাপতি—মোকনা ইউনিয়ন বিএনপিকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্ট নেতারা তাদের বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার জন্য জেলা বিএনপির কাছে আবেদন করেন। তাদের আবেদন ও ব্যাখ্যা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পর্যালোচনা করে জেলা বিএনপি বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর ফলে সোমবার থেকে তারা নিজ নিজ পদে পুনরায় দায়িত্ব পালন করবেন।
দলীয় নেতারা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভেতরে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
তারা আরও বলেন, দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে জেলা বিএনপি কঠোর অবস্থানে থাকবে বলে আশা করি ।”





