1
ফ্যামিলি কার্ডের আড়ালে সহিংসতা চলবে না’- ডা. শফিকুর রহমান

মোঃ ইস্রাফিল হোসেন স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, “একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড—এই দুই বিষয় একসঙ্গে চলতে পারে না। যাদের হাতে মা-বোনেরা এখনও নিরাপদ নয়, তারা ভবিষ্যতে কী করবে তা সহজেই বোঝা যায়।”
মঙ্গলবার যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
ডা. শফিকুর রহমান বলেন, “দাঁড়িপাল্লার মাপে কোনো কম-বেশি হবে না। যার যা প্রাপ্য, তা ন্যায্যভাবে সবাইকে বুঝিয়ে দেওয়া হবে।” তিনি যশোরের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, মেডিকেল কলেজের সম্প্রসারণ, জেনারেল হাসপাতালের মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নত ভৌত অবকাঠামো গড়ে তোলা জামায়াতে ইসলামীর নৈতিক দায়িত্ব হিসেবে বাস্তবায়ন করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শুধু ক্ষমতা বদলের লড়াই নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, “এই নির্বাচন হলো জনগণের রায়ের মাধ্যমে রাজনীতির গতিপথ পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ।” পরিবারতন্ত্র ও গোষ্ঠীগত রাজনীতির পরিবর্তে জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে গণভোটের সঙ্গে তুলনা করেন এবং ‘হ্যাঁ’ ভোটকে মুক্তির পথ হিসেবে উল্লেখ করেন।
নারীদের প্রতি সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেসব দল প্রকাশ্যে নারীদের অধিকার ও কল্যাণের কথা বলে, তাদেরই কর্মীদের হাতে নির্বাচনী প্রচারণায় নারী কর্মীরা লাঞ্ছিত হচ্ছেন—যা সমাজের জন্য চরম লজ্জাজনক। “মায়েদের অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই,”—জোর দিয়ে বলেন তিনি। একই সঙ্গে যুবসমাজকে এসব অন্যায়ের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জনসভা চলাকালে দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে ঈদগাহ ময়দান। ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং সুশাসন নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার মূল লক্ষ্য। তিনি যশোরবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের প্রার্থী অধ্যাপক মুক্তার আলীসহ জেলা ও অঞ্চল পর্যায়ের নেতৃবৃন্দ।




