ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
পিএইচডি (পূর্ণকালীন) গবেষণা কোর্সে অধ্যয়নের জন্য কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মঞ্জরুল ইসলাম এর ০১ (এক) বছরের জন্য প্রেষণ মঞ্জুর করা হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এ ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষে পিএইচডি গবেষণা কোর্সে অধ্যয়ন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসা: রোকেয়া পারভীন কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
০৬টি শর্তে মো: মঞ্জরুল ইসলাম এর প্রেষণ মঞ্জুর করা হয়। শর্তসমূহ হলো: (ক) উচ্চ শিক্ষা গ্রহণের অগ্রগতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের/কোর্স পরিচালকের প্রত্যয়নপত্রসহ ০৬ (ছয়) মাস অন্তর অন্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়-কে অবহিত করবেন; (খ) পিএইচডি কোর্স সম্পন্ন করে কর্মস্থলে যোগদান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়-কে অবহিত করবেন। অন্যথায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে; (গ) কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোর্সের বিষয় পরিবর্তন করতে পারবেন না; (ঘ) সৃষ্ট রিজার্ভ পদের বিপরীতে প্রাপ্যতা অনুযায়ী বেতন-ভাতাদি উত্তোলন করবেন; (ঙ) কোর্সওয়ার্ক শেষে সমন্বিত (কম্প্রিহেনসিভ) পরীক্ষায় আবশ্যিকভাবে উত্তীর্ণ হতে হবে; (চ) পিএইচডি কোর্স সম্পন্ন করার জন্য পরবর্তী ০২ বছর প্রেষণ প্রাপ্তির ক্ষেত্রে কর্মকর্তার নিজ অধ্যাপনা বিষয়ের সাথে সংশ্লিষ্ট শিরোনামসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে এবং তা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হতে হবে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, প্রেষণকালীন তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যস্ত থাকবেন।
Leave a Reply