গোলাম আলী নাইম, ঢাকা বিশেষ প্রতিনিধি:
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। রক্তস্নাত বিজয়ের ৫৩তম বার্ষিকী।দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে পাকিস্তানি মিলিটারি ও তাদের এদেশীয় দোসর ঘৃণিত রাজাকার, আল বদর, আল শামস বাহিনী ও শান্তি বাহিনী এই দিনে পরাজিত হয় বাঙালির কাছে, মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে চূড়ান্ত পরাজয় মেনে আত্মসমর্পণ করে। বাংলাদেশ শত্রুমুক্ত হয়। শত বছরের স্বপ্নের স্বাধীনতা পূর্ণতা পায় এই দিনে। বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।
পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি।
৫৩ বছরের প্রাপ্তি ও প্রত্যাশার বিশ্লেষণ হচ্ছে সর্বত্র। বিজয়ের ৫৩ বছর উপলক্ষে পুরো শহর জুড়ে লাল সবুজের সমাহার। সাজানো হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিল্ডিং, তাছাড়াও বিভিন্ন বাসাবাড়িতেও লাল সবুজের আলোকসজ্জা চোখে পড়ে।
Leave a Reply