মোঃ মোরছালিন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৬৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন জয়পুরহাট জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মৃত হবিবর রহমান।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নজিবুল সরকার বিশাল ও মেহেদী শেখের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দুটি মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন। এছাড়া, গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি নূর আলম সিদ্দিক বলেন, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় দুটি হত্যা মামলা ও আরও চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply