রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্য কে ধারণ করে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে । কুড়িগ্রামের উলিপুর উপজেলার আয়োজনে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়।
উলিপুরে ৮ এপ্রিল মঙ্গলবার ২০২৫ ইং
স্কাউট দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বরে সকাল ১০ ঘটিকায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয় প্রোগ্রামে আলোচনা সভা এবং পরিষ্কার পরিচ্ছন্নাতা অভিযান।
কর্মসূচি উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস উলিপুর উপজেলা সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা স্কাউটদের আত্মমর্যাদা সম্পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবা পরায়ণ, সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এর কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন।
দিবসটি পালনে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত স্কাউট সদস্যদের সাথে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, মোঃ সামছুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূর-ই-আলম সিদ্দিকী, বাংলাদেশ স্কাউটস এর উপজেলা কমিশনার রফিকুল ইসলাম আনছারী ,সম্পাদক নুর উল্লাহ, সহঃ সভাপতি মোজাম্মেল হক, সায়েমা বিনতে আবেদীন, নূরুন নবী সরকার, শাহ আলম প্রমুখ ।
Leave a Reply