নিজস্ব প্রতিবেদক :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে আটক করা হয়েছে।
(১৬ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ নভেম্বর) আজিমপুরের নিজ বাসা থেকে মালামাল ও শিশুটিক ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
শিশুটির মা ফারজানা আক্তার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসার সাবলেট থাকা নারীর সঙ্গে বিবাদে জড়ান ফারজানা। এরপর ওই নারী বহিরাগত দুজন পুরুষ ব্যক্তিকে নিয়ে এসে ফারজানাকে চড়-থাপ্পড় দেয় এবং পরে তারা বাসার সব মালামাল নিয়ে চলে যান। সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও ছিনিয়ে নিয়ে যায়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।
Leave a Reply