“কৃষকের ঘাম, শ্রমিকের মজুরি ও তরুণের কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি”— এস. এ. জিন্নাহ কবির

সোলায়মানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি প্রচারের অংশ হিসেবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর ২০২৫ ইং, শুক্রবার বিকেলে উলাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. এ. জিন্নাহ কবির।
প্রধান অতিথির বক্তব্যে এস. এ. জিন্নাহ কবির বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়— এটি জাতির মুক্তির রূপরেখা। দেশের কৃষক, মজুর, শ্রমিক ও তরুণ প্রজন্ম আজ যে অবহেলা ও অবিচারের শিকার, এই ৩১ দফাই তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “স্বৈরাচার সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, শ্রমিকরা বঞ্চিত হচ্ছে মজুরির ন্যায্য হিস্যা থেকে, আর যুবসমাজ বেকারত্বের দুঃস্বপ্নে দিন কাটাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ঘামে উৎপাদিত ফসলের সঠিক দাম, শ্রমিকের ন্যায্য মজুরি এবং প্রতিটি তরুণের কর্মসংস্থান নিশ্চিত করবে।”
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, “৩১ দফা বাস্তবায়নের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকুন। এই সংগ্রাম কোনো একক দলের নয়— এটি বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,
মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মাণিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারী শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, বাংলাদেশ ওলামা দলের সদস্য হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মৃধা মাসুদ রানা, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মোমেন,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ন আহবায় জুয়েল রানা, হিমালয় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক,দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম,দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল মিয়া, ঘিওর উপজেলা যুবদললের সদস্য সচিব সাইফ সানোয়ার, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: মোশাররফ হোসেন, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর ফারুক,ঘিওর উপজেলা যুবদলের সদস্য মো:ছালেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আল-আমিন, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বেপারী, মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, মাহিদ মিয়া, মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন,মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতা অনিক হোসেন,মানিকগঞ্জ আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ হোসেন, শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল হাকিম,শিবালয় উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা, উলাইল ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ জেলা ও উপজেলা,ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ে নেতৃবৃন্দ।
সভা শেষে প্রধান অতিথি এস. এ. জিন্নাহ কবির সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীর আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।








