মির্জাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

আনোয়ার হোসেনঃ
টাঙ্গাইলের মির্জাপুরে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ভোর ৬ টা ৩৪ মিনিটে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিসৌধ (অর্জন) এ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন ,সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজ,থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজউদ্দীন সিকদার ,সমাজ সেবা অফিসার মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস ,বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিট সহ মির্জাপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন ,মির্জাপুর মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাপুর বন বিভাগ, মির্জাপুর ফায়ার সার্ভিস ,আনসার ভিডিপি , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক শেষে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতে দোয়া প্রার্থনা করা হয়। এছাড়াও মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ,জাতীয় সংগীত পরিবেশন , আলোচনা সভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ।উপজেলা চত্বরে বিজয় মেলার আয়োজন করা হয়। বিজয় মেলার ইস্টল গুলো ছিল দেখার মত সুন্দর । দর্শনার্থীরা ইস্টল গুলো ঘুরে ঘুরে দেখেন উপভোগ করেন ও কেনাকাটায় ব্যস্ত থাকেন । বিকেল বেলা উপজেলা চত্বরে লোকজনের আগমনে উপজেলা চত্বর লোকজনের ভিড় জমে ওঠে। পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । সঙ্গীত পরিবেশন করেন মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পী সহ অন্যান্য শিল্পীগোষ্ঠী। এরকম একটি সুন্দর আয়োজনের জন্য আগত অতিথিবৃন্দ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে সবাই এই আশা রাখেন ।








